বগুড়ার নন্দীগ্রামে কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯ ১২:২৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৬ বার।

বগুড়ার নন্দীগ্রামে ৯০৫ জন কৃষকের মধ্যে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা হল রুমে ২০১৯-২০ অর্থ বছরে রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, মুগডাল, পেঁয়াজ চাষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বীজ এবং সার প্রদান করে উপজেলা কৃষি অফিস।

উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ্। স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাঃ মুশিদুল হক।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ শওকত কবির, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত ও মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, চলতি রবি মৌসুমে এই উপজেলায় ৯০৫ জন কৃষকদের মাঝে প্রকার ভেদে জনপ্রতি ১ কেজি সরিষা, ২০ কেজি গম, ২ কেজি ভুট্রা, ১ কেজি পেঁয়াজ, ৫ কেজি মুগ বীজ এবং সার ডিএপি ২০ কেজি ও এমওপি ১০ কেজি করে বিতরণ করা হয়।