নওগাঁর রাণীনগরে নো হেলমেট, নো বাইক বাস্তবায়নে ইউএনও’র অভিযান

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ)
প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯ ১২:৩৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৩ বার।

নওগাঁর রাণীনগরে 'নো হেলমেট নো বাইক' বাস্তবায়ন ও এলইডি লাইট অপসারন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন অভিযান পরিচালনা করেছেন। এসময় চালক-যাত্রীর হেলমেট না থাকার দায়ে ১১ টি মোটরসাইকেল চালকের তিন হাজার টাকা জরিমানা আদায় এবং অর্ধশত মটরযানেরএলইডি লাইট অপসারন করা হয়েছে।

ইউএনও আল মামুন বলেন,জেলা প্রসাশনের 'নো হেলমেট নো বাইক' স্লোগানকে বাস্তবায়ন করতে এবং অটো টমটম, চার্জারসহ বিভিন্ন মটরযানের এলইডি লাইট অপসারণ করতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় প্রায় অর্ধশত গাড়ীর এলইডি লাইট অপসারণ করা হয়েছে । এছাড়া ১১ টি মোটরসাইকেল চালককে হেলমেট না থাকার দায়ে এবং “নো হেলমেট,নো বাইক” স্লোগানকে বাস্তবায়ন করতে সিমিত আকারে মোট তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তিনি আরো বলেন, আগামী ৩০ নভেম্বরের মধ্যে সকল মোটরযানের এলইডি লাইট অপসারন করতে বলা হয়েছে। এর পরেও যদি তা না করে তাহলে ১ ডিসেম্বর থেকে কার্যকর পদক্ষেপ নেয়া হবে। এছাড়া হেলমেট বিহীন চালক-যাত্রীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।