টিএমএসএস সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় পরিচ্ছন্ন প্রতিষ্ঠান গড়ুন কার্যক্রম উদ্বোধন

প্রেস রিলিজ
প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯ ১১:২৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮২ বার।

টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে পরিস্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে গত সোমবার বগুড়ায় টিএমএসএস সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
টিএমএসএস দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস পরিচালক আলহাজ্ব খোরশেদ আলম, পরিচালক ও সেক্টর প্রধান জাহেদুর রহমান, বিশেষ অতিথি ছিলেন পরিচালক রেজাউল করিম, যুগ্ম-পরিচালক কামরুজ্জামান খান, ব্যবস্থাপনা পরিচালক (রিলিজিয়াস কমপ্লেক্স) সৈয়দা রাকিবা সুলতানা, সভাপতিত্ব করেন চেয়ারম্যান (রিলিজিয়াস কমপ্লেক্স) আলহাজ্ব হযরত মাওঃ মোঃ আব্দুর রহমান পীর সাহেব।
পরিস্কার পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে সরকারি উদ্যোগের পাশাপাশি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও টিএমএসএস এর যৌথ উদ্যোগে বগুড়া ও নাটোর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। সঠিকভাবে হাত ধোয়ার নিয়ম শিখানো হয় এবং কর্মসূচির পক্ষ হতে পানি বিশুদ্ধ করণ ফিল্টার, পেডেল পিন ডাস্টবিন, ড্রাম, ঝুড়ি, বেলচা, ঝাড়ু সহ বিভিন্ন উপকরণ প্রদান করা হয়। সেই সাথে প্রতিষ্ঠানে ফলজ গাছের চারা রোপন ও চারা বিতরণ করা হয়।