বিশ্ব মিডিয়ায় হলি আর্টিজান মামলার রায়

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯ ১১:৩২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৩ বার।

ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা ও নৃশংস হত্যাযজ্ঞের ঘটনায় জড়িত থাকার দায়ে সাত আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে খালাস দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পরপরই বিষয়টি শিরোনাম হয়ে উঠে আসছে আন্তর্জাতিক গণমাধ্যমে। 

হলি আর্টিজান হামলা মামলার এই রায় বিশ্ব মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। এরই মধ্যে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আল-জাজিরা, রয়টার্স, সিনহুয়া, বিবিসি, দ্য গার্ডিয়ান, দ্য টেলিগ্রাফ, সাউথ এশিয়ান মনিটর, জি নিউজ, টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস, ডনসহ বিভিন্ন গণমাধ্যম।

কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা শিরোনাম করেছে, ‌‌‘Holey Artisan cafe attack: Dhaka court sentences seven to death’, ‘হলি আর্টিজান হামলা : ঢাকার আদালতে ৭ জঙ্গির মৃত্যুদণ্ড।’ প্রভাবশালী বিশ্ব গণমাধ্যম রয়টার্সও এ রায় নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। গণমাধ্যটি শিরোনাম করেছে, ‘Bangladesh sentences seven to death for 2016 cafe attack‌’, ‘২০১৬ সালের ক্যাফে হামলায় সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশ।’

দক্ষিণ এশিয়াভিত্তিক গণমাধ্যম সাউথ এশিয়ান মনিটর লিখেছে, ‘HOLEY ARTISAN CAFÉ ATTACK: 7 MILITANTS GET DEATH, ONE ACQUITTED’, ‘হলি আর্টিজান ক্যাফেতে হামলা : ৭ জঙ্গিকে মৃত্যুদণ্ড, একজনের খালাস।’

চীনের প্রভাবশালী গণমাধ্যম সিনহুয়া এক প্রতিবেদনে লিখেছে, ‌‘Bangladesh sentences 7 militants to death over 2016 cafe terror attack’, ‘২০১৬ সালের ক্যাফে হামলায় সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশ।’ ভারতীয় গণমাধ্যম জি নিউজ শিরোনাম করেছে, ‌‌‘Bangladesh court gives death to 7, acquits 1 in 2016 Holey Artisan Cafe terror attack case’, ‘২০১৬ সালে হলি আর্টিজন ক্যাফেতে সন্ত্রাসী হামলা মামলা : বাংলাদেশের আদালতে সাতজনকে মৃত্যুদণ্ড ও একজনকে খালাস।’

এছাড়া এ রায় নিয়ে ব্রিটিশভিত্তিক গণমাধ্যম বিবিসি, জার্মানী গণমাধ্যম ডয়চে ভেলে এবং ভারত, পাকিস্তান, নেপাল ও মিয়ানমারের বিভিন্ন গণমাধ্যমে গুরুত্ব সহকারে প্রতিবেদন প্রকাশ করেছে।