বুরো বাংলাদেশের উদ্যোগ

বগুড়ার শহরদিঘীতে হাঁস-মুরগির গণ ভ্যাকসিন কার্যক্রম

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯ ১১:৪৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৩৮ বার।

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘বুরো বাংলাদেশ’র এসএমএপি প্রকল্পের আওতায় বাংলাদেশ ব্যাংক ও জাইকা’র সহায়তায়  বুধবার বগুড়া সদরের শহরদিঘী গ্রামে হাঁস-মুরগির গণ ভেকসিন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। 
সদর উপজেলা প্রাণি সম্পদ বিভাগের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ভেকসিন কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বুরো বাংলাদেশ বগুড়ার আঞ্চলিক ব্যবস্থাপক মোতাহারুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের প্রাণি সম্পদ বিশেষজ্ঞ (সম্প্রসারণ) ইসমাইল হোসেন, সদর উপজেলা প্রাণি সম্পদ বিভাগের উপ-সহকারি প্রাণি সম্পদ কর্মকর্তা   (সম্প্রসারণ) সাইফুল ইসলাম, বুরো বাংলাদেশ’র আঞ্চলিক কর্মসূচি সংগঠক (এসএমএপি) হাবিবুর রহমান প্রমুখ।  কার্যক্রমের আওতায় ৪ শতাধিক মুরগিকে রাণীক্ষেত এবং শতাধিক হাঁসকে ডাক প্লেগ ভেকসিন প্রয়োগ করা হয়।