বগুড়ায় ৩২শ' পিস ইয়াবাসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯ ১৩:২৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৫৩ বার।

বগুড়ায় ৩২০০ পিস ইয়াবাসহ আবু নাসের (৩৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।  বুধবার দুপুর ১ টার পরে শেরপুর ধনকুন্ডি এলাকা থেকে দিনাজপুর হতে আসা ঢাকাগামী একটি বাস তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  গ্রেফতার হওয়া যুবক চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচরের মৃত আবুল বাসারের পুত্র। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানান, গ্রেফতার নাসের মায়ানমার থেকে ইয়াবার চালান আনার কাজ করে। মঙ্গলবার সে ইয়াবা নিয়ে খুলনা শহরে যায়।  সেখান থেকে ট্রেনে করে দিনাজপুর জেলাতে যায়।  দিনাজপুর থেকে সে ইয়াবাগুলো ঢাকা উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ওই বাসে অভিযান চালিয়ে ইয়াবা সহ তাকে গ্রেফতার করে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মেহেদী হাসান  জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় এইবার দিয়ে দ্বিতীয়বারের মতো সে উত্তরবঙ্গে ইয়াবার বিক্রির জন্য এসেছিল।  তবে সে অধিক ইয়াবা নিয়ে খুলনা, দিনাজপুর বিক্রির জন্য এসেছিল নাকি কৌশলগত কারণে এসেছিল এটা রিমান্ডে এনে অধিক তদন্তের পরে জানা যাবে।  তবে আমরা ধারণা করছি সে মায়ানমার থেকে ইয়াবার বড় চালান এনে খুলনা,দিনাজপুর জেলাত ইয়াবাগুলো বিক্রি করে অবশিষ্ট ৩২০০ পিস ঢাকা বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। 

মেহেদী হাসান আরও জানান,গ্রেফতার নাসেরের নামে শেরপুর থানায় প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।  পরবর্তীতে জিজ্ঞাসাবাদের জন্য আদালাতে রিমান্ড আবেদন করা হবে।