বগুড়ায় টিসিবি’র ৪৫ টাকা কেজির পেঁয়াজ কিনতে লম্বা লাইন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯ ১৩:৩৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৫৯ বার।

বগুড়ায় পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং করপরেশন অব বাংলাদেশ-টিসিবি। বুধবার বিকেল ৩টা থেকে সার্কিট হাউজের সামনের সড়কে জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ পেঁয়াজ বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

৪৫ টাকা কেজি দরে টিসিবি’র পেঁয়াজ কিনতে আগে থেকেই লাইনে দাঁড়িয়ে থাকেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। 

প্রাথমিকভাবে বগুড়ার জন্য দুই টন পেঁয়াজ বরাদ্দ করা হয়েছে। একটি মাত্র ট্রাকে সেই পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। ক্রেতারা জনপ্রতি ১ কেজি করে পেঁয়াজ কিনতে পেরেছেন।

টিসিবির বগুড়ার ডিলার আব্দুর রশিদ জানান, আগামী ১ ডিসেম্বর থেকে বগুড়া শহরে নিয়মিত পেঁয়াজ বিক্রি করবে টিসিবি।