ক্ষমতাসীন দলের দুই নেতাকে বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯ ১৪:১০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৬ বার।

দিনাজপুরের ক্ষমতাসীন দলের দুই নেতার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করে দেশের সব ইমিগ্রেশনে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দিনাজপুর সমন্বিত কার্যালয়।

দুই রাজনৈতিক ব্যক্তিরা হলেন- দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কুমার ঘোষ কাঞ্চন ও দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমাম আবু জাফর রজ্জব।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে দুই রাজনৈতিক নেতাকে বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারির বিষয়টি ইমিগ্রেশন কার্যালয়গুলোতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

দুদক দিনাজপুর সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান জানান, উল্লিখিত দুইজনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগের তদন্ত করছে দুদক। তদন্ত চলাকালীন তারা বিদেশে গেলে তদন্ত কাজে বিঘ্ন সৃষ্টি হতে পারে। এরই পরিপ্রেক্ষিতে দুর্নীতি দম কমিশন আইন ২০০৪ ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭-এর ধারায় এই দু'জন রাজনৈতিক ব্যক্তিকে বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করে দেশের ইমিগ্রেশন কার্যালয়গুলোতে চিঠি পাঠায় দুদক।

উল্লেখ্য, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগে দিনাজপুর জেলা, উপজেলা পর্যায়ের ৪ জন রাজনীতিক ও ৬ পুলিশ কর্মকর্তার সম্পদ ও বিভিন্ন অভিযোগ অনুসন্ধানে মাঠে নেমেছে দিনাজপুর দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়।

তারা হচ্ছেন- দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমাম আবু জাফর রজ্জব, দিনাজপুর পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক আখতারুজ্জামান জানান, দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল, দিনাজপুর কোতোয়ালি থানার সদ্য বদলিকৃত পরিদর্শক (ওসি) রেদওয়ানুর রহিম, দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ জামান আশরাফ, অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মনছুর আলী মণ্ডল, নীলফামারী সৈয়দপুর জিআরপি পুলিশের পরিদর্শক রবিউল ইসলাম, গাইবান্ধা সদর থানার ওসি শাহরিয়ার ও দিনাজপুর ট্রাফিক পুলিশের সাবেক পরিদর্শক সাদাকাতুল বারী।

এর মধ্যে গত ৬ নভেম্বর দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কুমার ঘোষ কাঞ্চন এবং দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমাম আবু জাফর রজ্জবকে জিজ্ঞাসাবাদ করে দুদক।