জলবায়ুর অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে বগুড়ায় সনাকের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৯ ০৭:৫৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪০০ বার।

স্পেনের মাদ্রিদে আসন্ন কপ-২৫ সম্মেলনে প্যারিস চুক্তি বাস্তবায়নে প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচী করেছে বগুড়া সচেতন নাগরিক কমিটি(সনাক)। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলার প্রাণকেন্দ্র সাতমাথায় ওই কর্মসুচী অনুষ্ঠিত হয়। 

এ মানববন্ধনে বক্তব্য রাখেন সনাক সভাপতি মাছুদার রহমান হেলাল, সাবেক সভাপতি বগুড়া’র বিশিষ্ট লেখক বজলুল করিম বাহার, সনাক সহ-সভাপতি প্রফেসর ওসমান গণি, সায়মা কানিজ,  সনাক সদস্য নিভা রানী, ইয়েস লিডার সাঈদ আরশাদ, ইয়েস সদস্য মুজাহিদুল ইসলাম, বগুড়া লিও ক্লাবের সদস্য এম আর হাসান পলাশ । 

এসময় বক্তারা কার্বন নি:সরণকারী দেশসমূহ  ‘ক্ষয়-ক্ষতি’র ঝুঁকি কমানোর জন্য অনুদানভিত্তিক ক্ষতিপূরণ প্রদান না করে দূষনকারী উন্নত দেশসমূহ ব্যক্তিগতভাবে জীবন বীমা, শস্য বীমা, লাইভস্টক বীমা কার্যকর করার দিকে গুরুত্ব দিচ্ছে এটির বিরোধীতা করেন। তারা ক্ষতিগ্রস্থ দেশসমূহকে ক্ষতিপূরণ দেওয়ার দাবী জানান।