মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই হতে হবে চিকিৎসকদের মূলব্রত- ডেপুটি সিভিল সার্জন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৯ ১৩:১৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৫ বার।

বগুড়া জেলা ডেপুটি সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান তুহিন বলেছেন, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই চিকিৎসকদের মূল ব্রত হতে হবে। বর্তমান বাংলাদেশে অনেক মানুষই না বুঝে ভুল ঔষধ গ্রহণ করে যার ফলে উপকারের চেয়ে ক্ষতিই বেশী হয়ে যায়। বর্তমান সরকার স্বাস্থ’্যক্ষেত্রে ব্যাপক ইতিবাচক পরিবর্তন করেছে তাই তিনি সকলকে যেকোন অসুখে সচেতনতার সাথে সুচিকিৎসা গ্রহণের আহব্বান জানান।

বৃহস্পতিবার দুপরে শহরের টিএমএসএস মহিলা মার্কেট মিলনায়তনে পল্লী ইন্সটিটিউট অব মেডিকেল টেকনোলজি’র ১১ তম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলি বলেন। সেই সাথে অনুষ্ঠানে প্রধান অতিথি স্বাস্থ্যখাতে চিকিৎসকের পাশাপাশি একজন মেডিকেল টেকনোলজিস্ট এর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

প্রতিষ্ঠানের পরিচালক আল-আমিন পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জার্নালবিডি২৪.কম এর প্রকাশক ও বিশিষ্ট সমাজসেবক পরিমল প্রসাদ রাজ, আই.এইচ.টি বগুড়ার ডেন্টাল অনুষদের লেকচারার আকলাকুর রহমান, দেশ হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক কমপ্লেক্স বগুড়ার পরিচালক আপেল মাহমুদ, ডেন্টাল সার্জন ডা: মো: ইমরান এবং দৈনিক চাঁদনী বাজারের স্টাফ রিপোর্টার সঞ্জু রায়। ডেন্টিস্ট মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে ঢাকা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ বছর মেয়াদী সার্টিফিকেট ইন প্যারামেডিকেল কোর্সে উর্ত্তীণ প্রায় ২৫ জনের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।