সোনাতলা হাসনা হেনা খেলাঘর আসর বাবুর পুকুর ও বেতিয়ারা শহীদ দিবস পালন করবে

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৮ ১২:৩২ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে ৩৫১ বার।

বগুড়ার সোনাতলা হাসনা হেনা খেলাঘর আসর ১১ নভেম্বর বাবুরপুকুর এবং বেতিয়ারা শহীদ দিবস পালন করবে। সোনাতলা উপজেলা সদরে নির্মিত শহীদ মিনারে ওই কর্মসূচী পালন করা হবে। শুক্রবার সকালে সংগঠনর অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি সিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়।পরে সাহিত্য আসরের আয়োজন করা হয়। এতে কবিতা আবৃত্তি করেন হাসনাহেনা খেলাঘর আসরের আবৃত্তি শিল্পীরা।

পরে হাসনাহেনা খেলাঘর আসরের যেসব শিল্পী ইতিপূর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দিত করা হয়। শেষে সংগঠনের সদস্যরা নাট্য সংগঠক সিজুল ইসলামের জন্মদিনের কর্মসূচীতে অংশ নেন।

এর আগে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন হাসনো হেনা খেলাঘর আসরের সমন্বয়কারী মহসিন আলী তাহা, সহ-সভাপতি রাশিদা আক্তার লিয়া, সাধারণ সম্পাদক নওশীন জাহান নিহা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শিহাব, অর্থ সম্পাদক সিরাজুম মনিরা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান কবির, সাংস্কৃতিক সম্পাদক প্রজ্ঞা রীতি অর্ণা, সাহিত্য সম্পাদক মেহেদী হাসান সজীব, বিজ্ঞান বিষয়ক সম্পাদক মাশফিতা জান্নাত ঐশ্বর্য , সমাজ কল্যাণ সম্পাদক রাহিজা মুনিইমু, ক্রীড়া সম্পাদক তৌফিকুর রহমান তোহা, কার্যনিবাহী সদস্য জুনাইদ আমিন জারিফ, জাকিয়া আক্তার, আহসান হাবিব,  হাফিজা আক্তার, জেরিন ইয়াসমিন, মাহাদী আল মালিক, জারিন হাদিয়া পুনব, সৈয়দা সামিহা, ইশরাতুল জান্নাত, আতকিয়া নুসরাত, আহসান হাবিব, আনিকা নওশীন শর্মী, সুমাইয়া শাহরিন রিসাত, রিমা খাতুন, মোহাম্মদ সাদাফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ সাধারণ সম্পাদক মাইশা মাহজাবিন মেঘলা।