বগুড়ায় ট্রাকের কেবিন থেকে শতাধিক ফেন্সিডিল উদ্ধার, আটক ২

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৯ ১৪:৩৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৬ বার।

বগুড়ায় মাদক বিরোধী অভিযানে ১২০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার পৌণে ১২ টার দিকে সদরের ঢাকা-রংপুর মহাসড়কের ভবের বাজারের মেহেরা পাম্পের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- জয়পুর হাটের পাঁচবিবির রায়পুর এলাকার শামসুল ইসলামের ছেলে মাসুম ইসলাম (২০) এবং কালাই থানার মোলামগাড়ি এলাকার মোকলেছারের ছেলে মাসুদ মিয়া (৪২)।

ডিবির ওসি আছলাম আলী 'পুণ্ড্রকথাকে'  জানান, শুক্রবার সকাল থেকেই তাদের মাদক বিরোধী অভিযান চলছিলো। বেলা পৌণে ১২ টার দিকে তাদের একটি টিম সদরের ভবের বাজার এলাকায় তল্লাশি চালায়। এসময় একটি ট্রাককে (ঢাকা মেট্রো-ট-১৮-২৭৪৪) থামার সংকেত দেওয়া হয়। ট্রাক থামিয়ে মাসুম ও মাসুদ পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। তখন তারা ট্রাকে রাখা ফেন্সিডিলের কথা স্বীকার করে। এরপর তল্লাশি চালিয়ে  ট্রাকের কেবিন থেকে ১২০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়।