পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়ে অন্তঃসত্ত্বা, শুনে হার্ট অ্যাটাকে মায়ের মৃত্যু

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৯ ১১:০৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৪ বার।

ভোলার বোরহানউদ্দিনে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুলাল নামে এক ট্রাকচালককে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। 

শুক্রবার জেলহাজতে পাঠানোর আগে অভিযুক্ত দুলাল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

এদিকে শিশুকন্যা ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার খবরে মা হ্যার্ট অ্যাটাক করে মারা গেছেন বলে দাবি পরিবারের। ঘটনাটি ঘটেছে উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামে। খবর সমকাল অনলাইন 

মামলার তদন্তকারী কর্মকর্তা বোরহানউদ্দিন থানার এসআই মুহাইমিনুল ইসলাম জানান, শিশুর বাবা বাদী হয়ে গত ২৮ নভেম্বর বোরহানউদ্দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুলাল ও তার সহায়তাকারী মুলাইপত্তন গ্রামের গৃহবধূ ইয়ানুর বেগমকে আসামি করে একটি মামলা করেন। ওই মামলায় দুলালকে শুক্রবার গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। দুলাল আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তবে অপর আসামি ইয়ানুর এখনও পলাতক।

তিনি আরও জানান, শুক্রবার নির্যাতিত শিশুটির শারীরিক পরীক্ষা করা হয়েছে। সে প্রায় ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা। 

এদিকে শিশুটির পরিবারের অভিযোগ, শিশুকন্যার অন্তঃসত্ত্বা হওয়ার খবর শুনে গত ২৫ নভেম্বর রাতে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন মা। পরদিন সকালে ভোলা সদর হাসপাতালে ভর্তি করার পর তার মৃত্যু হয়। পরিবারের দাবি, মেয়ের এমন ঘটনা শুনে মা হার্ট অ্যাটাক করে মারা গেছেন। ১২ বছরের নির্যাতিত ওই শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী।  

স্থানীয়রা জানায়, অভিযুক্ত দুলাল ট্রাক্টরে করে ইট পরিবহনের কাজ করতেন। তার বাড়ি পার্শ্ববর্তী লালমোহন উপজেলার ফরাজগঞ্জে। স্কুলে যাওয়া-আসার পথে ইয়ানুরের সহায়তায় নেশাদ্রব্য খাইয়ে শিশুটিকে ধর্ষণ করেন দুলাল।

বোরহানউদ্দিন থানার ওসি ম. এনামুল হক জানিয়েছেন, প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যজনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।