ধামইরহাটে বিজিবির অভিযানে ২৫৯ বোতল ফেনসিডিল আটক

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৯ ১১:২১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫২ বার।

নওগাঁর ধামইরহাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২৫৯ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করেছে বিজিবি। জানা গেছে,গত শুক্রবার রাত ৩টার দিকে গোপন সংসাদের ভিত্তিতে উপজেলার কালুপাড়া বিওপির টহল কমান্ডার হািবলদার আবুল কালামের নেতৃত্বে বিজিবি সদস্যরা কালুমাঠে অভিযান চালায়। অভিযানে ১২৫ বোতল ফেনসিডিল আটক করে। অপরদিকে একই রাতে শীতলমাঠ বিওপির সদস্যরা শেখপাড়া গ্রামে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল আটক করে। এছাড়া আগ্রাদ্বিগুন বিওপির টহল কমান্ডার সুবেদার মো.নুরল আমিনের নেতৃত্বে বিজিবি সদস্যরা মহেষপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে ২৫ বোতল ফেনসিডিল আটক করা হয়। কড়িয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার আলিয়ার হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা কল্যাণপুর নামকস্থানে অভিযান চালিয়ে ৯ বোতল ফেনসিডিল আটক করে। এব্যাপারে ১৪বিজিবি পতœীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মো.জাহিদ হাসান পিবিজিএস,জি-প্লাস বলেন,সীমান্তে বিজিরির নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এসব মাদকদ্রব্য আটক করা হয়েছে। তবে চোরাকারবারীরা বিজিরির উপস্থিতি টের পেয়ে মাদকদ্রব্যগুলো ফেলে পালিয়ে যায়।