বগুড়ার শেরপুরে বেগম রোকেয়া দিবসে চিত্রাঙ্কন ও বির্তক প্রতিযোগিতা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৯ ১২:৫৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৬১ বার।

বগুড়ার শেরপুরে বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কণ ও বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা দুটায় উপজেলার মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে সুঘাট ইউনিয়নের গুয়াগাছি উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে স্থানীয় কিশোরী রিসোর্স সেন্টার আয়োজিত প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

গুয়াগাছি উচ্চ বিদ্যালয়ের সভাপতি টিএম গফুরের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ। এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী, মহিলা বিষয়ক কর্মকর্তা সুবীর কুমার পাল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, স্থানীয় মহিলা অধিদফতরের কর্মকর্তা আব্দুল আলীম এবং প্রকল্পের কর্মকর্তা মাকসুদা পারভীন।

শেষে প্রধান অতিথি ইউএনও লিয়াকত আলী সেখসহ আমন্ত্রিত অতিথিরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী কিশোরী শিক্ষার্থী নুসরাত খাতুন, তামান্না ইসলাম ও সূচনা খাতুন এবং বিতর্ক প্রতিযোগিতায় জয়ী স্বরণী খাতুন, সাবিহা খাতুন ও জলি খাতুনের হাতে পুরস্কার তুলে দেন।