বগুড়ায় বিসিএস কর্মকর্তাদের ২ দিন ব্যাপী ইয়োগা প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৯ ১৩:৫৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬১ বার।

বিসিএস কর্মকর্তাদের ৬ মাস মেয়াদী বুনিয়াদি প্রশিক্ষণের অংশ হিসেবে বগুড়ায় বিয়াম ফাউন্ডেশনের আয়োজনে ২ দিন ব্যাপী ইয়োগা ও মেডিটেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় শনিবার দুপুরে শহরের উপশহর বিয়াম ফাউন্ডেশনের হলরুমে গত শুক্রবার শুরু হওয়া উক্ত প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।

৩৯ জন বিসিএস কর্মকর্তার অংশগ্রহণে অনুষ্ঠিত উক্ত কোয়ান্টাম ইয়োগা প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিয়াম ফাউন্ডেশন ঢাকার মহাপরিচালক ড. মিজানুর রহমান (অতি: সচিব)। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'প্রতিযোগিতার এই যুগে সকল দিক থেকে নিজেকে প্রস্তুত করতে হবে। শুধু প্রশিক্ষণ গ্রহণ করলেই হবেনা প্রশিক্ষণ পরবর্তী তা অনুশীলন করতে হবে এবং নিজের মধ্যে ধারণ করতে হবে।'

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার সহকারী কমিশনার জান্নাতুল ফেরদৌস এবং বিসিএস (কৃষি) কিশোর আহম্মেদ। বিয়াম ফাউন্ডেশন বগুড়া আঞ্চলিক কেন্দ্রের পরিচালক ও বাংলাদেশ সরকারের উপ-সচিব আব্দুর রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন বিয়াম ফাউন্ডেশন বগুড়ার সহাকারী পরিচালক (সহ: সচিব) ডালিম সরকার, কোর্স কো-অর্ডিনেটর এ.বি.এম আরিফ বিল্লাহ এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষক সঞ্জয় কুমার রায়।

পরবর্তীতে অনুষ্ঠানে সকল প্রশিক্ষণার্থীদেরকে উপহার হিসেবে বই প্রদান করেন প্রধান অতিথি ড. মিজানুর রহমান।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর’১৯ইং থেকে শুরু হওয়া উক্ত ৬ মাস মেয়াদী ৭০তম বুনিয়াদি প্রশিক্ষণে বিসিএস কর্মকর্তাদের মাঝে প্রশাসনের ৩ জন, মৎস্য বিভাগের ১২ জন, খাদ্য বিভাগের ১ জন, প্রাণী সম্পদের ৭ জন, কৃষি বিভাগের ১৫ জন এবং সড়ক বিভাগের ১ জন সর্বমোট ৩৯ জন প্রশিক্ষণ গ্রহণ করছেন যা শেষ হবে আগামী বছরের ২৩ এপ্রিল।