বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের নয়া কমিটির অভিষেক অনুষ্ঠিত

অরূপ রতন শীল
প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৮ ১৪:৩৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৩৭ বার।

‘জেগে ওঠো মুক্তিযুদ্ধের চেতনায়’স্লোগানে বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের নবগঠিত কমিটির(১৮-২০) অভিষেক অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার সন্ধ্যায় শহরের টিটু মিলনায়তনে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অভিষেক অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজউদ্দিন।
সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়ার নবনির্বাচিত সভাপতি  তৌফিক হাসান ময়নার সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ।  তিনি নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান। আলোচনা সভায় তিনি বলেন,‘জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থেকে বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র গঠনে ভূমিকা রয়েছে সাংস্কৃতিক কর্মীদের।তাই আপনাদের সবাইকে  সক্রিয় ভূমিকা পালন করতে হবে।‘
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতি পাওয়া পুলিশ সুপার মোকবুল হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার  সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী,খলিলুর রহমান চৌধুরী, জয়ন্ত দেব এবং মনোয়ারুল ইসলাম।
উল্লেখ্য গত ১১ মে সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে তৌফিক হাসান ময়না এবং সাধারণ সম্পাদক পদে আবু সাঈদ সিদ্দিকী  নির্বাচিত হন । এছাড়া  সহ সভাপতি মতিয়ার রহমান, গৌতম কুমার দাস, আসাদ হোসেন, আব্দুস সালাম, সহ সাধারণ সম্পাদক বেলাল হোসেন, আলমগীর কবির, কোষাধ্যক্ষ রবিউল আলম অশ্রু, সাংগঠনিক সম্পাদক ফজরে রাব্বী, দপ্তর সম্পাদক এইচ আলিম, প্রচার সম্পাদক লুবনা জাহান, নির্বাহী সদস্য আসাদুর রহমান খোকন, প্রবীর মোহন্ত, আব্দুল মোবিন জিন্নাহ, শিরীন সুলতানা এবং আব্দুল আউয়াল নবগঠিত ২০১৮-২০ এর কমিটি জায়গা করে নেন।
অভিষেক অনুষ্ঠানের  সব শেষে এইচ আলীমের সঞ্চালনায়  জোটভুক্ত বিভিন্ন সংগঠনের শিল্পীদের পরিবেশনায়  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।