র‍্যাবের অভিযান

নওগাঁয় ট্রাক বোঝাই টমেটোর ঝুড়িতে ৫ শতাধিক ফেন্সিডিল, আটক ১

নওগাঁ (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৯ ১১:৩৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮২ বার।

নওগাঁর মান্দায় ট্রাক বোঝাই টমেটোর ঝুড়ি থেকে ৬০৫ বোতল ফেন্সিডিলসহ স্বপন মিয়া (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার রাতে উপজেলার পুরাতন ফেরিঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নলিন বাজার গ্রামের নুরু শেখের ছেলে।

রোববার সকালে আটক স্বপনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এই ঘটনায় ট্রাকের চালক পলাতক রয়েছে।

মান্দা থানার ওসি মোজাফ্ফর হোসেন বলেন, স্বপন মিয়া শনিবার রাত ৭ টার দিকে টমোটো বোঝাই ট্রাকে মাদকদ্রব্য ফেন্সিডিলসহ নওগাঁ জেলার নিয়ামতপুর হইতে ঢাকার উদ্দেশ্যে যাচ্চিলো। এসময় র‌্যাব-৫ এর একটি টিম নওগাঁর মান্দা থানার পুরাতন ফেরিঘাট এলাকায় চেকপোষ্ট পরিচালনা করে ফেন্সিডিল উদ্ধাসহ তাকে আটক করে। কিন্তু ট্রাকের চালক পালিয়ে যায়। এসময় একটি মিনি ট্রাক, ২ হাজার ১৫০ কেজি টমেটো, ২০ টি মোবাইল সেট উদ্ধার করা হয়। 

তিনি আরো বলেন, এই ঘটনায় স্বপন মিয়াকে আসামী করে থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।