বিদেশ যাত্রাকালে আদমদিঘীতে মাদকসহ এক যুবক আটক

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৯ ১২:১৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৫০ বার।

এক মাসের ছুটিতে কাতার থেকে দেশে এসেছিলো বগুড়ার আদমদিঘী উপজেলার হোসেন সরদার নামে এক যুবক। রোববার তার কাতার যাবার কথা ছিল। কিন্তু কাতার নয় জেলখানায় যেতে হলো তাকে। গাঁজা ও সিডাকসিন জাতীয় ঘুমের ওষুধসহ ঐদিন সকালে আদমদিঘীর সাইলো রোড থেকে তাকে আটক করে পুলিশ। সে  উপজেলার কদমা গ্রামের আকরাম হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, হোসেন সরদার নামে ওই যুবক দীর্ঘদিন কাতারে থাকার পর গত মাসে ছুটিতে বাড়ি আসে। ছুটি কাটিয়ে পুণরায় কাতারে ফেরার জন্য রোববার সকালে সে ঢাকা বিমান বন্দরের উদ্দ্যেশ্যে  বাড়ি থেকে বের হয়। এরপর সান্তাহার যাবার জন্য একটি ইজিবাইকে উঠে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, গোপন সংবাদে জানা যায় ওই যুবকের সাথে থাকা লাগেজে বিপুল মাদক দ্রব্য রয়েছে। তখন দ্রুত সেখানে গিয়ে ইজিবাইক থামিয়ে দেওয়া হয়। এসময় লাগেজ তল্লাশি করে সিডাক্সিন,রিভো ও নোরি জাতীয় ঘুমের ওষুধ ও ২ শ গ্রাম গাঁজা পাওয়া যায়। তখন তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, এই ঘটনায় উপ-পরিদর্শক রবিউল ইসলাম বাদি হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেন।

হোসেন সরদারের পারিবারিক সুত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ১০ টায় তার কাতারে যাবার বিমান টিকিট ছিল। বিদেশ যাওয়া হলোনা হোসেনের।