বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মাটি বোঝাই ট্রাক বসতবাড়িতে, আহত ২

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৯ ১৩:১৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৬৯ বার।

বগুড়ার শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মাটি বোঝাই ট্রাক একটি বসতবাড়িতে ঢুকে পড়েছে। এই ঘটনায় ২ জন আহত হয়। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের জয়নগর গ্রামে ওই ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় আহতরা হলেন- জয়নগর গ্রামের ফজলুর রহমানের ছেলে রেজাউল করিম (৩০) ও তার ছেলে আব্দুর রাজ্জাক (৫)।

স্থানীয় এলাকাবাসী জানান, ঘটনার রাতে ধুনট থেকে মাটি বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৩-২৭০০) জয়নগর গ্রামে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে গ্রামীন সড়ক লাগোয়া ফজলুর রহমানের বসতবাড়ির ঘরের মধ্যে ঢুকে যায়। এতে চাপা পড়ে ওই দুই ব্যক্তি আহত হন। এছাড়া অল্পের জন্য পরিবারটির অন্যান্য সদস্যরা রক্ষা পান।

ভুক্তভোগী ফজলুর রহমান অভিযোগ করে বলেন, 'বেশকিছুদিন ধরে একটি চক্র ধুনট উপজেলার বড়বিলা এলাকা থেকে মাটি বোঝাই করে ট্রাকটি গ্রামের এই সংকীর্ণ সড়কটি দিয়ে এ উপজেলার বিভিন্ন ইটখোলায় সরবরাহ করে আসছে। এতে করে গ্রামীন সড়কটির ক্ষতির পাশাপাশি আরও বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। এছাড়া মাটি বোঝাই ট্রাকটি তার বসতবাড়িতে ঢুকে পড়ায় প্রায় অর্ধলাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।'

স্থানীয় খামারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওহাব বলেন, প্রতিনিয়তই মাটি বোঝাই ট্রাক চলাচল করে থাকে। কিন্তু হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে মাটি বোঝাই ট্রাকটি বসতবাড়ির ঘরের মধ্যে ঢুকে পড়ে বলে জানান তিনি।