এসএ গেমস ২০১৯

মল্লিক থেকে শীলা, দেখে নিন এসএ গেমসে স্বর্ণজয়ীদের নাম

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৯ ১৪:২৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯৯ বার।

নেপালের কাঠমান্ডু ও পোখারায় রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ১৩তম এসএ গেমস। দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত এই আসরে এবার ২৬ টি ডিসিপ্লিনের মধ্যে ২৫টিতে অংশ নিচ্ছে বাংলাদেশ। আগের ১২ আসর থেকে বাংলাদেশের অর্জন ৬৭টি স্বর্ণ, ১৭৭টি রুপা ও ৪০৫টি ব্রোঞ্জ পদক। এবারের আসর শুরুর দিনে দেখে নেওয়া যাক আগের আসরগুলোতে বাংলাদেশের হয়ে স্বর্ণজয়ীদের নামসহ বিস্তারিত।

প্রথম সাফ গেমস ১৯৮৪

কাঠমান্ডু, নেপাল

বাংলাদেশের অর্জন: ২ স্বর্ণ, ৮ রুপা ও ১৩ ব্রোঞ্জ

স্বর্ণজয়ীরা হলেন-

ব্যক্তিগত- ১টি: মজিবুর রহমান মল্লিক (ট্রিপল জাম্পে ব্যক্তিগত স্বর্ণ)

দলগত- ১টি:

সাইদুর রহমান ডন, মজিবুর রহমান মল্লিক, মো. শাহ আলম ও আফতাব মোল্লা (৪*১০০ মিটার রিলেতে)

দ্বিতীয় সাফ গেমস, ১৯৮৫

ঢাকা, বাংলাদেশ

অর্জন- ৯ স্বর্ণ, ১৭ রুপা ও ৩৮ ব্রোঞ্জ

স্বর্ণজয়ীরা হলেন-

ব্যক্তিগত- ৬টি

মোশাররফ হোসেন খান ৩টি (১০০ মিটার ব্যাক স্ট্রোক, ২০০ ও ৪০০ মিটার ব্যক্তিগত মিডলে)

মো. শাহ আলম (১০০ মিটার স্প্রিন্ট)

হাবিলদার মোশাররফ হোসেন (বক্সিং)

রফিকুল ইসলাম (সাঁতার, ৪০০ মিটার ফ্রি স্টাইল)

দলগত- ৩টি

সাইদুর রহমান ডন, আনোয়ার হোসেন, মো. শাহ আলম, শাহ জামাল মবিন (৪*১০০ মিটার রিলে)

মোশাররফ হোসেন খান, এমএ এইচ ঢালি, মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম (৪*২০০ মিটার ফ্রি স্টাইল)

মোশাররফ হোসেন খান, বজলুর রহমান, এমএ এইচ ঢালি, হারুন অর রশিদ (৪*১০০ মিটার মিডলে রিলে)

তৃতীয় সাফ গেমস, ১৯৮৭

কলকাতা, ভারত

বাংলাদেশের অর্জন: ৩ স্বর্ণ, ২০ রুপা, ৩১ ব্রোঞ্জ

স্বর্ণ জয়ীরা হলেন-

ব্যক্তিগত- ৩টি

আবদুস সালাম (সাঁতার, ১০০ মিটার বাটারফ্লাই)

বজলুর রহমান (সাঁতার, ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোক)

মো. শাহ আলম (অ্যাথলেটিকস, ১০০ মিটার স্প্রিন্ট)

চতুর্থ সাফ গেমস, ১৯৮৯

ইসলামাবাদ, পাকিস্তান

বাংলাদেশের অর্জন: ১ স্বর্ণ, ১২ রুপা ও ২৪টি ব্রোঞ্জ

একমাত্র স্বর্ণজয়ী-

মোখলেসুর রহমান (১০০ মিটার ব্রেস্ট স্ট্রোক)

পঞ্চম সাফ গেমস ১৯৯১

শ্রীলঙ্কা, কলম্বো

বাংলাদেশের অর্জন: ৪ স্বর্ণ, ৮ রুপা ও ২৮ ব্রোঞ্জ

স্বর্ণজয়ীরা হলেন-

ব্যক্তিগত- ৩টি

মোখলেসুর রহমান (সাঁতার, ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোক)

আতিকুর রহমান (শুটিং, এয়ার পিস্তল ইভেন্ট)

কাজী শাহানা পারভীন (শুটিং, স্ট্যান্ডার্ড রাইফেল)

দলগত-১টি

আতিকুর রহমান, আসিফ হোসেন, হায়দার আলী (শুটিং, এয়ার পিস্তল টিম)

ষষ্ঠ সাফ গেমস, ১৯৯৩

ঢাকা, বাংলাদেশ

অর্জন: ১১টি স্বর্ণ, ১৯টি রুপা ও ৩২ ব্রোঞ্জ

ব্যক্তিগত- ৭টি

বিমল চন্দ্র তরফদার (অ্যাথলেটিকস, ১০০ মিটার স্প্রিন্ট)

মোজাম্মেল হক (বক্সিং, ফ্লাই ওয়েট)

মোখলেসুর রহমান (সাঁতার, ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোক)

কারার মিজানুর রহমান (সাঁতার, ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোক)

আতিকুর রহমান (শুটিং, এয়ার পিস্তল ৬০ শটস ইভেন্ট)

সাইফুল আলম রিংকি (শুটিং, এয়ার রাইফেল ৬০ শটস ইভেন্ট)

জিএম হায়দার (শুটিং, ফ্রি রাইফেল থ্রি পজিশন ৩*৪০ শটস)

দলগত- ৪টি

আতিকুর রহমান, আসিফ হোসেন ও আবদুস সাত্তার নিনি (শুটিং, এয়ার পিস্তল ৬০ শটস টিমস ইভেন্ট)

সাইফুল আলম রিংকি, ফজলে রাব্বি এলাহী ও সৈয়দ আসবাব আলী ফয়েজ (শুটিং, এয়ার রাইফেল ৬০ শটস টিম ইভেন্ট)

জিএম হায়দার, নাসিরউদ্দিন জনি ও কামরুল ইসলাম (শুটিং, ফ্রি রাইফেল থ্রি পজিশন ৩*৪০ শটস, টিমস)

কাজী শাহানা পারভীন, ফারজানা হোসেন সোমা ও সাবরিনা সুলতানা (শুটিং, স্ট্যান্ডার্ড রাইফেল প্রোণ ৬০ শটস টিম)

সপ্তম সাফ গেমস, ১৯৯৫

মাদ্রাজ, ভারত

অর্জন: ৭টি স্বর্ণ, ১৭টি রুপা ও ৩৪টি ব্রোঞ্জ

ব্যক্তিগত- ৫টি

মাহবুব আলম (অ্যাথলেটিকস, ২০০ মিটার স্প্রিন্ট)

কারার মিজানুর রহমান (সাঁতার, ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোক)

মো. নাসিউদ্দিন জনি (শুটিং, স্মল বার ফ্রি রাইফেল প্রোণ)

জি এম হায়দার (শুটিং, স্মল বার ফ্রি রাইফেল থ্রি পজিশন)

সাইফুল আলম রিংকি (শুটিং, এয়ার রাইফেল)

দলগত- ২টি

মো. নাসিরউদ্দিন জনি, জিএম হায়দার, সাইফুল আলম রিংকি (শুটিং, স্মল বার ফ্রি রাইফেল থ্রি পজিশন টিম)

সাইফুল আলম রিংকি, ফিরোজ হোসেন পাখি, সৈয়দ আসবাব আলি ফয়েজ (শুটিং, এয়ার রাইফেল টিম)

অষ্টম সাফ গেমস, ১৯৯৯

কাঠমান্ডু, নেপাল

অর্জন: ২টি স্বর্ণ, ১০টি রুপা, ৩৫টি ব্রোঞ্জ

দলগত ২টি

শুটিংয়ে- সাবরিনা সুলতানা, কাজী শাহানা পারভীন, লাভলী চৌধুরী আঁখি (৫০ মিটার স্মল বোর স্পোর্টস রাইফেল প্রোণ টিম)

ফুটবল (অধিনায়ক ছিলেন- জুয়েল রানা)

নবম এসএ গেমস, ২০০৪

ইসলামাবাদ, পাকিস্তান

অর্জন: ৩টি স্বর্ণ, ১৩টি রুপা ও ২৪টি ব্রোঞ্জ

স্বর্ণজয়ীরা হলেন-

ব্যক্তিগত- ৩টি

আসিফ হোসেন খান (শুটিং ১০মিটার এয়ার রাইফেল)

শারমীন আক্তার (শুটিং, ১০ মিটার এয়ার রাইফেল)

রুবেল রানা (সাঁতার, ১০০ মিটার ব্যাক স্ট্রোক)

দশম এসএ গেমস ২০০৬

কলম্বো, শ্রীলঙ্কা

অর্জন: ৩টি স্বর্ণ, ১৫টি রুপা ও ৩৪ ব্রোঞ্জ

স্বর্ণজয়ীরা হলেন-

ব্যক্তিগত- ৩টি

মাহফুজুর রহমান মিঠু (অ্যাথলেটিকস, ১১০ মিটার হার্ডলস)

শাহজাহান আলী রনি (সাঁতার, ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোক)

মিজানুর রহমান (তায়কোয়ান্দো, ৭৮ কেজি মিডলে)

একাদশ এসএ গেমস, ২০১০

ঢাকা, বাংলাদেশ

অর্জন: ১৮টি স্বর্ণ, ২৪টি রুপা ও ৫৫টি ব্রোঞ্জ

স্বর্ণজয়ীরা হলেন-

ব্যক্তিগত- ১১টি

শারমিন আক্তার রত্না (শুটিং, ১০ মিটার এয়ার রাইফেল)

জ উ প্রু (কারাতে, ব্যক্তিগত কাতা)

মরিয়ম খাতুন বিপাশা (কারাতে, ৪৫ কেজি কুমি)

শারমিন ফারজানা রুমি (তায়কোয়ান্দো ৪৬ কেজি)

শাম্মি আক্তার (তায়কোয়ান্দো ৪৯ কেজি)

হামিদুল ইসলাম (ভারোত্তোলন, ৭৭ কেজি)

মেসবাহ উদ্দিন (উশু, নান চুয়ান নান গুন অল রাউন্ড)

ইতি ইসলাম (উশু, ৫২ কেজি)

জুয়েল আহমেদ জনি (বক্সিং, ৫৭ কেজি লাইট ওয়েট ওভার)

মো. আব্দুর রহিম (লাইট ওয়েল্টার ওভার ৬০ কেজি)

দুলাল হোসেন (গলফ)

দলগত- ৭টি

জামাল হোসেন মোল্লা, দুলাল হোসেন, মো. শাখাওয়াত হোসেন সোহেল ও জাকিরুজ্জামান জাকির (গলফ, দলগত)

সৈয়দ নুরুজ্জামান, মো. হাসান খান, মো. হোসেন খান (কারাতে, পুরুষ কাতা দলগত)

মুন্নী খানন, জ উ প্রু, উ চাইনু মার্মা (মহিলা কাতা দলগত)

আসিফ হোসেন খান, আব্দুল্লাহ হেল বাকী ও শোভন চৌধুরী (শুটিং, ১০ মিটার এয়ার রাইফেল)

শারমিন আক্তার রত্না, সৈয়দা সাদিয়া সুলতানা, তৃপ্তি দত্ত (শুটিং, ১০ মিটার এয়ার রাইফেল টিম)

ক্রিকেট (অধিনায়ক মোহাম্মদ মিঠুন)

ফুটবল (অধিনায়ক আমিনুল হক)

দ্বাদশ এসএ গেসম ২০১৬

শিলং-গৌহটি

অর্জন: ৪ স্বর্ণ, ১৫ রুপা, ৫৬ ব্রোঞ্জ

স্বর্ণজয়ীদের নাম:

মাহফুজা খাতুন শীলা- ২টি (সাঁতার, ৫০ ও ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোক)

মায়িবা আক্তার সীমান্ত (ভারোত্তলন ৬৩ কেজি ওজন শ্রেণি)

শাকিল আহমেদ (শুটিং, ৫০ মিটার পিস্তল)।