রাতেও লক্ষ্যভেদে সফল ভারতের পরমাণু ক্ষেপণাস্ত্র 'অগ্নি-৩'

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৯ ১৫:২৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৪ বার।

পরমাণু অস্ত্র ছোড়ার ক্ষমতাসম্পন্ন দূরপাল্লার ‘অগ্নি-৩’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ফের সফল উৎক্ষেপণ করেছে ভারত। শনিবার রাতে ওড়িশার আবদুল কালাম দ্বীপ থেকে পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্রটিকে উৎক্ষেপণ করে ভারতীয় সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড। 

আনন্দবাজার পত্রিকার খবর, দেড় টন ওজনের পরমাণু অস্ত্র নিয়ে সাড়ে তিন হাজার কিলোমিটার দূরত্বের কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে ‘অগ্নি-৩’।

সেনাবাহিনী সূত্রের খবর, ১৭ মিটার লম্বা, ২ মিটার ব্যাসের ভূমি থেকে ভূমি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির সফল উৎক্ষেপণ করা হয়েছে আবদুল কালাম দ্বীপের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জের চার নম্বর কমপ্লেক্স থেকে। এই নিয়ে পরীক্ষামূলকভাবে চার বার উৎক্ষেপণ হল ‘অগ্নি-৩’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের। তবে আনন্দবাজার পত্রিকা বলছে, শনিবারই প্রথমবারের মতো রাতে উৎক্ষেপণ করা হয় 'অগ্নি-৩'।

এর আগে, ১৬ নভেম্বর রাতে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয় মাঝারি পাল্লার পরমাণু অস্ত্র ছোড়ার ক্ষমতাসম্পন্ন ‘অগ্নি-২’ ক্ষেপণাস্ত্রের। এটি আঘাত হানতে পারে ২ হাজার কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে।