বগুড়ায় চালককে আঠা খাইয়ে ভ্যান ছিনতাই

আমিনুল ইসলাম শ্রাবণ
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৯ ১১:০৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৩৪ বার।

বগুড়ার ধুনট উপজেলায় সাইফুল ইসলাম (৪৫) নামে এক চালকের মুখের ভেতর সুপার গ্লু আঠা দিয়ে ও হাত-পা বেঁধে রাস্তার পাশে নিক্ষেপ করে তার অটোভ্যান ছিনতাই করেছে যাত্রীবেশী দূর্বৃত্তরা। সাইফুল ইসলাম ধুনট সদরের কলেজপাড়া গ্রামের সিদ্দীক হোসেনের ছেলে। রবিবার রাত ৯টায় ধুনট-সোনাহাটা পাকা সড়কের সরুগ্রাম এলাকার ফাঁকা জায়গায় এ ঘটনা ঘটে। 

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে। অন্যান্য দিনের ন্যায় রবিবার রাত সাড়ে ৮টায় ধুনট শহর থেকে ৪ জন যাত্রী নিয়ে সোনাহাটা বাজারের দিকে রওনা হয় সাইফুল। পথিমধ্যে সরুগ্রাম এলাকায় ফাঁকা রাস্তায় পৌছুলে যাত্রীবেশী ছিনতাইকারীরা সাইফুলের অটোভ্যানের গতি থামিয়ে দেয়। 

এরপর ছিনতাইকারীরা চালক সাইফুল ইসলামের মুখের ভেতর সুপার গ্লু আঠা দিয়ে মুখ বন্ধ করে দিয়ে হাত ও পা বেঁধে রাস্তার পাশে ফেলে দিয়ে তার অটোভ্যান গাড়িটি নিয়ে যায়। পরে জনৈক পথচারী রাস্তার পাশে ঘটনাস্থলে চালক সাইফুলের গোঙ্গানীর শব্দ পেয়ে থানায় খবর দেয়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সাইফুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।