বইয়ের ওপর দাঁড়িয়ে বিতর্কিত সেলেনা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৯ ১১:৫০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৬ বার।

বিতর্ক সেলিব্রিটিদের জন্য নতুন কিছু নয়। কী করছেন, কী পরছেন বা কী বলছেন- তা নিয়ে চলে কথা চালাচালি। এমনকি বিজ্ঞাপনও বাদ থাকেন।

তেমন বিড়ম্বনায় পড়েছেন পপ তারকা সেলেনা গোমেজ। অবশ্য এই ঘটনা ‍মূলত ভারতীয় টুইটার ব্যবহারকারীদের প্রতিক্রিয়ায় জানা গেছে।

সম্প্রতি নামি আউটফিট ব্র্যান্ড পুমার জন্য ফটোশুটে অংশ নেন সেলেনা। একটি ছবিতে দেখা যায় বইয়ের তাকের সামনে সিঁড়িতে দাঁড়িয়ে আছেন তিনি। একই পরিবেশে তাকে নানান ভঙ্গিমায় দেখা যাচ্ছে। এমনকি বইয়ের ওপর দাঁড়িয়েও পোজ দেন। আর তা দেখে অনেকের ভাবাবেগে আঘাত লেগেছে। 

একজন লিখেছেন, “দয়া করে বইয়ের অসম্মান করবেন না। জ্ঞান হলো পবিত্র, একে আমাদের সম্মান করা উচিত।” আরেকজনে প্রশ্ন, “সে কেন বইয়ের ওপর দাঁড়িয়ে আছে?”

সেলেনার ছবি শেয়ার করে একজন লিখেছেন “বইয়ের ওপর দাঁড়াবেন না। হিন্দুদের কাছে বই পবিত্র এবং আমার এর পূজা করি।”

এমনও মন্তব্য এসেছে- বইকে হিন্দুত্ববাদে দেবী সরস্বতী হিসেবে বিবেচনা করা হয়। পুমার বিজ্ঞাপনে তাকে অপমান করা হয়েছে। মুসলমানদের কোরআনের উল্লেখ করে বলা হয়- মানুষ যা জানতো না তা কলমের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়েছে।

একজন সোজাসাপ্টাভাবে লিখেছেন, “এ কেমন ব্যবহার?”

অবশ্য টুইটারে ওঠা এই ঝড় নিয়ে সেলেনা গোমেজ বা পুমা কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।