কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের বাসে শিশু নিপীড়নের চেষ্টা, আটক ১

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৯ ১২:১৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯১ বার।

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহনে ভাড়ায়চালিত বাসের ভেতরে এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। খবর যুগান্তর অনলাইন

এ ঘটনায় হাতেনাতে আটক করে ওই হেলপারকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। তার নাম মজিবুর (৫০)।

রোববার বিকাল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১নং গেটের পাশে গাড়ির গ্যারেজের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

জানা যায়, হেলপার মজিবুর বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার আট বছরের এক শিশুকে মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে গাড়ির ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিজের সিট রাখার জন্য গাড়িতে ওঠে হেলপারকে আপত্তিকর অবস্থায় দেখে অন্য শিক্ষার্থীদের খবর দেন।

শিক্ষার্থীরা এসে শিশুটিকে উদ্ধার করে গাড়ির হেলপার মজিবুরকে গণধোলাই দিয়ে প্রক্টরিয়াল বডির কাছে নিয়ে যান। পরে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কেন্দ্রের পুলিশকে খবর দিলে তারা ওই হেলপারকে আটক করে ত্রিশাল থানায় নিয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উজ্জ্বল কুমার জানান, আসামিকে থানায় সোপর্দ করেছি। শিশুর বাবা বাদী হয়ে ত্রিশাল থানায় মামলা করেছেন। আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিশুর বাবাকে আইনি লড়াইয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছি।