ধুনটে জুয়া খেলার দায়ে ৪জন আটক

ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০১৮ ০৬:২৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮৭ বার।

বগুড়ার ধুনট উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার সময় আওয়ামী লীগ ও বিএনপি নেতাসহ ৪জনকে আটক করেছে। শুক্রবার রাতে ভান্ডারবাড়ী ইউনিয়নের কৈয়াগাড়ী গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, ধুনট পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক উত্তর অফিসারপাড়ার মোজাম্মেল হকের ছেলে শাহাদৎ আলম মিলু, ভান্ডারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কৈয়াগাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে সাইদুর রহমান শামীম, গোসাইবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি পশ্চিম গুয়াডহুরী গ্রামের গোলাম রহমানের ছেলে সেলিম রেজা ও উপজেলার মানিকটপোটল গ্রামের গোলাম হোসেনের ছেলে জুয়াড়ি ফরিদুল ইসলাম ফটিক।

ধুনট থানা সূত্রে জানাযায়, মাদক, জুয়া ও নাশকতা প্রতিরোধে থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। সেই অভিযানের অংশ হিসেবে কৈয়াগাড়ী গ্রামে জুয়া খেলার সময় ৪জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে আ.লীগ নেতা সাইদুর রহমান শামীম ও ফরিদুল ইসলাম ফটিক জুয়ার বোর্ড পরিচালনা করেন। পুলিশের চোখ ফাঁকি দিয়ে ওই এলাকায় স্থান পরিবর্তন করে করে দীর্ঘদিন যাবত জুয়া খেলা চালিয়ে আসছিল তারা।

ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার রাতে সাইদুর রহমান শামীমের বাড়ীতে জুয়া খেলার সময় তাদের আটক করে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। শনিবার তাদের থানা থেকে আদালতে পাঠানো হয়।