ধুনটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৯ ১১:৪৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯৮ বার।

বগুড়ার ধুনট বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান প্রতিবন্ধী ও অটিজম স্কুলের উদ্যোগে আন্তর্জাতিক প্রতিবন্ধি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া ওই বিদ্যালয়ের ৮০জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার দুপুর ১২টায় স্কুল প্রাঙ্গনে প্রতিবন্ধী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) রাজিয়া সুলতানা। 

ধুনট পৌরসভার মেয়র ও ধুনট বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান প্রতিবন্ধী ও অটিজম স্কুলের সভাপতি এজিএম বাদশাহ্’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন পৌর কাউন্সিলর আলী আজগর মান্নান, সোলায়মান আলী, নিরঞ্জন কুমার দাস, ধুনট সমন্বিত গ্রাম উন্নয়ন সংস্থার চেয়ারম্যান শরিফুল ইসলাম খোকন, ধুনট পৌরসভার বাজার পরিদর্শক জহুরুল মল্লিক, টিএমএসএস ধুনট উপজেলা শাখার সহকারী ব্যবস্থাপক মোর্শেদা হক মুকুট মনি, ধুনট বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান প্রতিবন্ধী ও অটিজম স্কুলের শিক্ষক সাদরিনা আক্তার, শারমিন আক্তার, শামীমা আক্তার, মমতাজ পারভিন, আতিয়া সুলতানা, লাভলি খাতুন, শান্তনা আক্তার ও সুজন সরকার প্রমুখ।

আলোচনা সভা শেষে ৮০জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন ইউএনও রাজিয়া সুলতানা।