পুলিশের পোশাক পড়ে বোমা ফাটিয়ে মুলাদীতে স্বর্ণের দোকানে ডাকাতি

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৯ ১২:৫৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৯ বার।

পুলিশ, আনসার ব্যাটালিয়নের পোশাক পড়ে বোমা ফাটিয়ে বরিশালের মুলাদীতে তিন স্বর্ণের দোকানসহ ৪ দোকানে ডাকাতি করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাতে ডাকাতির সময় মুলাদী বন্দরের পাহারাদারসহ ৮-১০ জনকে মারধর ও অস্ত্রের মুখে জিম্মি করে রেখেছিল।

এ ঘটনায় বরিশাল পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান তারিকুল হাসান খান মিঠু, ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ ডাকাতিস্থল পরিদর্শন করেছেন।

মুলাদী বন্দরের জননী জুয়েলার্সের ম্যানেজার সাগর জানান সোমবার রাত ২টার দিকে পুলিশ, আনসার ব্যাটালিয়নের পোশাক ও মুখোশ পরিহিত ২০-২৫জন ডাকাত বন্দরে প্রবেশ করে মধ্য বাজারের জননী জুয়েলার্সের তালা কেটে ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার লুট করে এবং তাকে পার্শ্ববর্তী রহমত স্টোরে নিয়ে আটকে রাখে।

পরে ডাকাতরা পাহারাদার ও বন্দরের বিভিন্ন বাসা থেকে বের হওয়া লোকজনদের আটকে রহমত স্টোরে নিয়ে আসে। পরে ডাকাতরা রিতা জুয়েলার্স, বনশ্রী জুয়েলার্সে ডাকাতি করে।

স্বর্ণের দোকানের মালিকরা জানান, ডাকাতরা রিতা জুয়েলার্সের ৩০ ভরি স্বর্ণ ও ৪ কেজি রূপা, জননী জুয়েলার্সের সাড়ে ৩ ভরি স্বর্ণ ও ২০০ ভরি রূপা, বনশ্রী জুয়েলার্সের ৫ ভরি স্বর্ণ ও ৩০০ ভরি রূপা, রহমত স্টোরের মূল্যবান কসমেটিকসসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে।

ব্যবসায়ীরা জানান, ডাকাতি চলাকালে মুলাদী থানার টহল পুলিশ বন্দরে প্রবেশ করলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। ওই সময় পুলিশ পিছু হটলে ডাকাতরা পালিয়ে যায়।

মুলাদী থানার ওসি ফয়েজ উদ্দীন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।