বগুড়ায় নবগঠিত ইউনিয়নের নাম সুখানপুকুর

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৯ ১৩:২৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪০৬ বার।

বগুড়ায় আরও একটি ইউনিয়ন বাড়ল। নতুন সুখানপুকুর ইউনিয়ন নিয়ে মোট ইউনিয়ন সংখ্যা এখন ১০৯টি। বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নকে বিভক্ত করে এবং পাশের সোনারায় ইউনিয়নের ৩টি মৌজা সংযুক্ত করে সুখানপুুকুর নামে নতুন ইউনিয়ন গঠন করা হয়েছে। নতুন ইউনিয়নের বিষয়ে গত ২১ নভেম্বর গেজেট প্রকাশ করা হয়েছে।

বগুড়ার গাবতলী উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, উপজেলার নেপালতলী ইউনিয়নকে বিভক্ত করে ও সোনারায় ইউনিয়নের ৩টি মৌজা সংযুক্ত করে সুখানপুকুর নামে নতুন ইউনিয়ন গঠন করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, ইউপি-১ অধিশাখার ১৫ সেপ্টেম্বর ২০১৯ তারিখের ৪৯৫ নং পত্রের আলোকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ আইন) ২০০৯ এর ১১ ধারা এবং ইউনিয়ন পরিষদ সমূহকে বিভক্তিকরণ নীতিমালা, ২০১৩ অনুযায়ী বগুড়া জেলার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নকে বিভক্ত করে এবং পার্শ্ববর্তী সোনারায় ইউনিয়নের ৩টি মৌজা সংযুক্ত করে সুখানপুুকুর নামে নতুন ইউনিয়ন গঠন করা হয়েছে। বগুড়া জেলায় ১০৮ ইউনিয়নের সাথে নবগঠিত ইউনিয়নের সাথে হয়ে এখন ১০৯টি ইউনিয়ন দাঁড়ালো। 

সুখানপুকুর ইউনিয়নের আওতায় যে সকল গ্রাম রয়েছে, চকরাধিকা, সুখানপুকুর, কিশমত কাঁকড়া, কেশবেরপাড়া-১, চামুরপাড়া, নতুরপাড়া, সুখানপুকুর বন্দর, কুড়িরপাড়া, কেশবেরপাড়া-২, পাথারের পাড়া, নিজকাঁকড়া, ধলিরচর, উত্তর সরাতলি, পারকাঁকড়া, ভাঙ্গিরপাড়া, ময়নাতলা, কাজলাপাড়া, নজরারপাড়া, মমিনহাটা, মহিষবাতান, কাশিহাটা, তেলিহাটা, তেলিহাটা মধ্যপাড়া, পাঁচানীপাড়া, নয়াপাড়া, শাহাপাড়া, মাসুন্দি, ত্রিমোহনী-২, ত্রিমোহনী-১, আমতলীপাড়া, খিরাপাড়া, ডঙর, ডিহি ডঙর, চক ডঙর ও সানাইপুকুর।

বগুড়ার স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক সুফিয়া নাজিম জানান, নবগঠিত সুখানপুকুর ইউনিয়ন বিষয়ে গত ২১ নভেম্বর গেজেট প্রকাশ হয়েছে। নবগঠিত সুখানপুকুর ইউনিয়নে সংরক্ষিত ওয়ার্ড রয়েছে ৩টি, সাধারণ ওয়ার্ড ৯টি, ১৬টি মৌজা ও ৩৫টি গ্রাম রয়েছে। সূত্র বাংলাদেশ প্রতিদিন