পাকিস্তানে মসজিদ থেকে লাখ টাকার জুতা চুরি!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৯ ০৭:০৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৫ বার।

মসজিদে নামাজ পড়তে গিয়ে লাখ টাকা দামের এক জোড়া জুতা হারিয়েছেন এক ব্যক্তি। এই ঘটনা ঘটেছে পাকিস্তানের লাহোরে। ইতিমধ্যে থানায় মামলা দায়ের করেছেন ওই ব্যক্তি।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, সিরাজ বশির নামে এক ব্যক্তি স্থানীয় গঙ্গারাম হাসপাতালের কাছে অবস্থিত একটি মসজিদে নামাজ পড়তে যান। কিন্তু নামাজ শেষে দেখেন তার জুতা জোড়া নেই।

পুলিশ বলছে, সিরাজ বশির লাহোরের ডিফেন্স এলাকার বাসিন্দা, তিনি তার অসুস্থ এক আত্মীয়কে দেখতে গঙ্গা রাম হাসপাতালে এসেছিলেন।

সিরাজ বশির তার লাখ টাকা দামের জুতা উদ্ধারে ও চোরকে ধরতে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। এক্ষেত্রে তিনি সিসিটিভি ফুটেজের সাহায্য নিতে বলেছেন। পুলিশ এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছে।

এআরআই নিউজ বলছে, পাকিস্তানে মসজিদ থেকে জুতা চুরির ঘটনা খুবই সাধারণ বিষয়। এর আগে ২০১৬ সালে পাক সরজামীন পার্টির (পিএসপি) নেতা আনিস কাইমখানির শুক্রবারের নামাজের সময় জুতা চুরি হয়ে যায়।