শর্তসাপেক্ষ জামিন পেলেন পি চিদাম্বরম

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৯ ০৭:৫৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৯ বার।

সাংবাদিকদের সামনে মুখ খোলা যাবে না এই শর্তে জামিন পেলেন ভারতের সাবেক অর্থমন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরম।

তবে শর্ত কেবর একটিই নয়, আরও আছে। সুপ্রিমকোর্টের দেয়া শর্তে আরও বলা হয়- তথ্য বিকৃতি করতে পারবেন না, সাক্ষীদের প্রভাব খাটাতে পারবেন না এবং আদালতের অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না চিদাম্বরম। খবর জি নিউজের।

এর আগে সিবিআইয়ের মামলায় জামিন পেয়েছেন সাবেক এ অর্থমন্ত্রী। এবার আইএনএক্স দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষ জামিন দেয়া হয়েছে তাকে।

১০৬ দিন আটক থাকার পর মুক্তি পেতে যাচ্ছেন পি চিদাম্বরম। এতদিন তিহার জেলেই বন্দি ছিলেন। একাধিকবার জামিনের আবেদন জানিয়েও ফল মেলেনি।

প্রভাবশালী ব্যক্তি হওয়ায় চিদাম্বরম সাক্ষীদের প্রভাব খাটাতে পারেন বলে জামিনের বিরোধিতা করেন ইডির আইনজীবী।

বুধবারই চিদাম্বরম জেল থেকে ছাড়া পেতে পারেন বলে জানা গেছে। তবে চিদাম্বরমকে নির্দেশ দেয়া হয়েছে, তদন্তের জন্য তলব করা হলে তাকে তত্ক্ষণাৎ হাজির হতে হবে।

গত ২১ আগস্ট আইএনএক্স দুর্নীতি মামলায় পি চিদাম্বরমকে গ্রেফতার করে সিবিআই। জিজ্ঞাসাবাদের পর ২২ অক্টোবর সিবিআইয়ের হাত থেকে রেহাই পান তিনি। এর পরই ফের তাকে গ্রেফতার করে ইডি।