বগুড়ার শেরপুরে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্থর স্থাপন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৯ ১২:১৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৭৮ বার।

বগুড়ার শেরপুরে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। বুধবার বেলা ১০টায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের সাগরপুর এলাকাস্থ ওই শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বগুড়ার জেলা প্রশাসক মো. ফয়েজ আহাম্মদ।

ওই স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান মজনুর সভাপতিত্বে ভিপিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. লিয়াকত আলী সেখ, নবাগত উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জামশেদ আলাম রানা, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, প্রতিষ্ঠানটির অধ্যক্ষ স.ম হাফিজুল ইসলাম, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী মুন্টু, আওয়ামীলীগ নেতা মকবুল হোসেন, সারওয়ার রহমান মিন্টু, মুক্তিযোদ্ধা ইউসুফ উদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুল বারী, মুক্তিযোদ্ধা মওলা বক্স সরকার, মুক্তিযোদ্ধা আব্দুর রউফ খান।

ভিত্তি প্রস্থর স্থাপন শেষে দেশ ও জাতির মঙ্গল কামনাসহ শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাহফেরাত চেয়ে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. আইয়ুব আলী।