বগুড়ার সারিয়াকান্দিতে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৯ ১২:৩০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮১ বার।

সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার চর এলাকার বসবাসরত দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক (লীপ) প্রকল্পের আওতায় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর আয়োজনে সারিয়াকান্দিতে স্যাটেলাইট ক্লিনিক ও পুষ্টি সচেতনতা বৃদ্ধিকরণের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক এক দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলার দেবডাঙ্গায় গ্রামে ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-১ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আব্দুল মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাহাদারা মান্নান।

বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর অতিরিক্ত মহাপরিচালক (যুগ্ন সচিব) ড.এবিএম শরীফ উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক নুসরাত জাহানের সঞ্চালনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আরডিএ এর পরিচালক (প্রশিক্ষণ) ড. সমীর কুমার সরকার। এসময় উপস্থিত ছিলেন সারিয়াকান্দি থানার অসি আল আমিন, কর্ণিবাড়ী ইউপি চেয়ারম্যান আজাহার আলী মন্ডল,চালুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান শওকত আলী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, দপ্তর সম্পাদক রেজাউল করিম, আরডিএ এর উপ পরিচালক শুভাগত বাগচী, সহকারী পরিচালক আব্দুল আলিম,উপজেলা সমন্বয়ক রবিউল আলম,সুদের কুমার দাস।