বগুড়ায় দুর্গম চরে যাত্রা প্যান্ডেল আগুনে পোড়ালো পুলিশ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৯ ১২:৪২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪১২ বার।

মঙ্গলবার রাতে বগুড়ার সারিয়াকান্দির যমুনার দুর্গম এলাকা পাকুরিয়া চরে অবৈধ যাত্রা প্যান্ডেল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে থানা পুলিশ।

জানা যায়, উপজেলার কাজলা ইউনিয়নের পাকুড়িযা চরে যাত্রার নামে অশ্লিল নৃত্য ও জুয়ার আসার বসানোর জন্য ওই এলাকার কতিপয় যুবক গোপনে যাত্রা প্যান্ডেল তৈরী করে। খবর পেয়ে সারিয়াকান্দি থানার ওসি আল আমিনের নির্দেশে এস আই হেলাল ও এস আই বাবরের নেতৃত্বে তাদের একটি টিম পাকুড়িয়া চরের যাত্রা প্যান্ডেল আগুন দিয়ে পুড়িযে দেয়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আয়োজকরা সটকে পড়ায় পুলিশ তাৎক্ষণিক কাউকে গ্রেফতার করতে পতক্ষণি

সারিয়াকান্দি থানার ওসি আল আমিন বলেন, 'এলাকার মধ্যে যাত্রার নামে অশ্লিল নৃত্য ও জুয়ার আসার কোথাও বসতে দেয়া হবে না। কয়েকদিন আগেও ধারাবর্ষা চরে যাত্রা প্যান্ডেল গুড়িয়ে দেয়া হয়েছে।'