বগুড়ার গাবতলীতে প্রতিবন্ধী দিবস উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৯ ১৩:০১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৪ বার।

বগুড়ার গাবতলী উপজেলায়  ২৮ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২১ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপিত হয়েছে।  বুধবার মুনলাইট অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভা এবং বিদ্যালয় চত্বরে গাছ লাগানো হয়েছে।

এসময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাবতলী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অলিফা খাতুন। এছাড়াও বক্তব্য রাখেন মুনলাইট এর প্রোগ্রাম ডিরেক্টর মোঃ আমজাদ হোসেন, প্রোগাম অফিসার জুয়েল আলম, প্রশাসনিক কর্মকর্তা রোকসানা আহমেদ জনি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসমাইল, তানিয়া তাবাসসুম, নুরনবি এবং গোলাপী।

ওই আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধীদের কল্যাণে শিক্ষা, স্বাস্থ্য, সেবাসহ বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে। সারা দেশে এসব কর্মসূচী বাস্তবায়িত হচ্ছে। এসময় প্রতিবন্ধীদের প্রতি সহনশীল আচরণ করার জন্য সকলের প্রতি বাহবান জানান তিনি।