নেইমার-এমবাপের গোলে দুর্দান্ত জয় পিএসজির

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৯ ০৬:০৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৮ বার।

মৌসুমে প্রথমবারের মতো একসঙ্গে খেলতে নেমেই পিএসজিকে দুর্দান্ত জয় উপহার দিয়েছেন দলের তারকা দুই খেলোয়াড় নেইমার ও কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের শুরু থেকে নঁতের বিপক্ষে বল দখলে আধিপত্য ধরে রাখা পিএসজিকে বিরতির পর দারুণ এক গোলে এগিয়ে নিলেন কিলিয়ান এমবাপে। শেষ দিকে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করলেন নেইমার। 

ঘরের মাঠে বুধবার ২-০ গোলে জিতেছে পিএসজি। নঁতের বিপক্ষে দুর্দান্ত এই জয়ে লিগে শীর্ষস্থান মজবুত করল টমাস টুখেলের দল। গত এপ্রিলে লিগে শেষ দেখায় নঁতের মাঠে ৩-২ গোলে হেরেছিল বর্তমান চ্যাম্পিয়নরা। 

ম্যাচের ৪১তম মিনিটে নেইমার বল জালে জড়ালেও গোল পায়নি পিএসজি। ভিএআর প্রযুক্তির সাহায্য নিয়ে আক্রমণের শুরুতে ইউলিয়ান ড্রাক্সলারের বিরুদ্ধে ‘ফাউল প্লের’ বাঁশি বাজান রেফারি। পরে ৫২তম মিনিটে দলকে প্রথম গোল এনে দেন এমবাপে। ডান প্রান্ত দিয়ে ডি-বক্সে ঢুকে ছোট ডি-বক্সে ফরাসি ফরোয়ার্ডকে পাস বাড়ান আনহেল দি মারিয়া। গতিতে সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে দারুণ এক ফ্লিকে জাল খুঁজে নেন এমবাপে।

৮৫তম মিনিটে স্পট কিক থেকে গোল করেন নেইমার। এমবাপের বদলি নামা আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো ইকার্দি ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় পিএসজি। 

গত ৫ অক্টোবর লিগে অঁজির বিপক্ষে ৪-০ ব্যবধানের জয়ে শেষ গোল করেছিলেন নেইমার। পরে লম্বা সময় চোটের কারণে দলের বাইরে ছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

লিগে ১৫ ম্যাচে ১২ জয়ে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি।