শেরপুরে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে : নিহত এক

শেরপুর উপজেলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০১৮ ১৩:০৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮৭ বার।

বগুড়ার শেরপুরে মাইক্রোবাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই যাত্রী। তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ওই যাত্রীর নাম মো. শহিদুল্লাহ বিশ্বাস (৬১)। তিনি মানিকগঞ্জ জেলার সদর উপজেলার সরিফ সড়ক এলাকার মৃত আহমদ আলী বিশ্বাসের ছেলে। গত শুক্রবার (০৯নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ফাঁড়ির কুন্দারহাট নন্দীগ্রাম ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা কাজল নন্দী এই তথ্য নিশ্চিত করে জানান, নিহত ও আহতরা সবাই একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে মাইক্রোবাস যোগে জয়পুরহাটে আসেন। সেখানকার আনুষ্ঠানিকতা শেষে মানিকগঞ্জে যাচ্ছিলেন তারা। পথিমধ্যে মাইক্রোবাসটি মহাসড়কের উক্ত স্থানে পৌঁছলে চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে মাইক্রেবাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় মাইক্রোবাসটির যাত্রী শহিদুল্লাহ বিশ্বাস ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আরও দুই যাত্রী গুরুতর আহত হন। তবে তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। এই পুলিশ কর্মকর্তা আরও জানান, মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। কিন্তু ঘটনার পরপরই চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। এ ঘটনায় থানায় একটি মামলা নেয়া হয়েছে বলে তিনি জানান।