বিশ্ব মৃত্তিকা দিবসে বগুড়ায় 'সয়েল কেয়ার অ্যাওয়ার্ড' প্রদান

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৯ ১১:০১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪১ বার।

বগুড়ায় নানা আয়োজনে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে কৃষি মন্ত্রণালয়াধীন ‍মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই)-এর আয়োজনে সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের বটতলা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‍্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। র‍্যালিতে কৃষি মন্ত্রণালয়ের অধিনস্ত দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং শতাধিক কৃষক-কৃষাণী অংশ নেয়। 


র‍্যালি শেষে ‘আমাদের ভবিষ্যৎ-মৃত্তিকার ক্ষয়রোধ’ প্রতিপাদ্যের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপ-পরিচালক কৃষিবিদ  মো. কামাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএডিসি কন্ট্রাক্ট গ্রোয়ার্স জোনের যুগ্ম-পরিচালক কৃষিবিদ মোঃ কবিরুল হাসান। এছাড়াও বক্তব্য রাখেন, বগুড়ার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ শাহ্ মো. গোলাম মওলা, টিএমএসএস-এর কৃষি বিষয়ক পরামর্শক কৃষিবিদ আসাদুর রহমান, বিএডিসি কন্ট্রাক্ট গ্রোয়ার্স জোনের উপ পরিচালক কৃষিবিদ মো. জাকির হোসেন, সহকারী পরিচালক (অধিক বীজ) কৃষিবিদ মো. হারুন, ডিএই বগুড়া জেলার অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মো. শাহাদুজ্জামান। 

আলোচনা সভা শেষে  মাটির স্বাস্থ্য সেবায় অনন্য ভূমিকা রাখার জন্য বগুড়া সদর উপজেলার ফাঁপোর ইউনিয়নের ‘মাটির ডাক্তার’ কার্যক্রমের পরামর্শদাতা মো. গোলাম রব্বানী (মানিক) কে ‘সয়েল কেয়ার অ্যাওয়ার্ড-২০১৯’ প্রদান করা হয়।