বগুড়ায় শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হলেন প্রভাষক সোহরাব হোসেন ছান্নু

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৯ ১৩:১২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫৮৯ বার।

বগুড়ায় শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। শুধু তাই নয়, শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকা এবং ঝরে পড়া প্রতিরোধে শ্রেষ্ঠ বিদ্যালয় ক্যাটাগরিতে জেলা পর্যায়ে সেরা স্থান অর্জন করে জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে শাজাহানপুর উপজেলা শ্রেষ্ঠত্বের হ্যাট্রিক করেছে।

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ উপলক্ষ্যে প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিদ্যালয় পরিদর্শন, ঝরে পড়া প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম, পাঠদানে শিক্ষকদের অনুপ্রেরণা জোগানো সহ বিভিন্ন মানদন্ডের ভিত্তিতে গত ৩ ডিসেম্বর জেলা পর্যায়ের মূল্যায়ন কমিটি তাকে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান মনোনীত করেছে।

উল্লেখ্য, শাজাহানপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক সোহরাব হোসেন ছান্নু উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই প্রাথমিক শিক্ষার মানোন্নয়ে নানাবিধ কর্মকান্ড পরিচালনা করে আসছেন। জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের মধ্য দিয়ে তার সেই নিরলস পরিশ্রম ফলপ্রসু হলো। অপরদিকে উপজেলা পর্যায়ে শাজাহানপুরে শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকা দক্ষিণ পারতেখুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা কানিজ ফাতেমা এবং ঝরে পড়ার হার উল্লেখযোগ্য ভাবে কমাতে সক্ষম হয়েছে। এধরণের বিদ্যালয় ক্যাটাগরিতে আড়িয়া-রহিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা পর্যায়েও শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।