বগুড়ায় আন্তজার্তিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপিত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৯ ১৩:৫৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৫ বার।

“নারী পুরুষ সমতা, রুখতে পারে সহিংসতা” স্লোগানকে সামনে রেখে আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০১৯ পালনের অংশ হিসেবে সারাবিশ্বের ন্যায় বগুড়ায় আন্তজার্তিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপিত হয়েছে।

আস্থা প্রকল্প, গণ উন্নয়ন কেন্দ্র, পল্লী উন্নয়ন প্রকল্প ও এনজিও ফোরাম বগুড়ার সমন্বিত আয়োজনে প্রায় অর্ধশতাধিক তরুণ এবং সমাজের আলোকিত ব্যক্তিবর্গের উপস্থিতিতে বৃহস্পতিবার সকালে শহরের বেতগাড়ী এলাকায় দিবসটিতে আলোচনা সভা এবং স্বেচ্ছাসেবক হিসেবে দেশ গড়ার কাজে সদা নিয়োজিত থাকার প্রত্যেয়ে শপথ অনুষ্ঠিত হয়েছে।

পিইউপি বগুড়ার সভাপতি আবু হাসনাত সাঈদের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের সাবেক অতিরিক্ত পরিচালক শহিদুল ইসলাম খাঁন। অনুষ্ঠানে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য বর্ননা করে কী-নোট উপস্থাপন করেন বগুড়া ইয়ূথ ফোরামের সভাপতি সাংবাদিক সঞ্জু রায়। এছাড়াও বিজয়ের মাসে আয়োজিত উক্ত অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে সুনির্দিষ্ট বক্তব্য রাখেন মানবাধিকারকর্মী আনোয়ারুল ইসলাম বাচ্চু, শাজাহানপুর উপজেলার ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, ব্লাস্ট বগুড়ার সমন্বয়কারী এ্যাড. আশরাফুন নাহার স্বপ্না, বগুড়া পৌরসভার ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলম, মালতিনগর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মিজানুর রহমান, আস্থা প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মোখলেছুর রহমান পিন্টু, স্বপ্ন এর নির্বাহী পরিচালক জিয়াউর রহমান, লাইট হাউসের রকিবুল হক খান, এনজিও ফোরামের আঞ্চলিক ব্যবস্থাপক রেজাউনুল করিম এবং শিশু প্রতিনিধি পুষ্পা খাতুন।

এসময় অনুষ্ঠানে জেলার বিভিন্ন সেচ্ছাসেবক সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং উন্নয়নমূলক কাজ সম্পাদনকারী সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আগামী বছর বগুড়ায় বড় পরিসরে সর্বোচ্চ সংখ্যক যুব নেতৃবৃন্দদের অংশগ্রহণ নিশ্চিতকরণের মাধ্যমে ভলেন্টিয়ার দিবস উদযাপন এবং সুন্দর সমাজ গঠনে ছোট বড় সকল বয়সের যারা স্বার্থহীনভাবে সেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছে তাদের সকলের সমন্বয়ে একটি ভলেন্টিয়ার এসোসিয়েশন অব বগুড়া নামে টিম গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় সভায়।