নাঈম ও সৌম্য সরকারের ওপেনিং জুটিতেই কুপোকাত ভুটান

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৯ ০৬:১৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮১ বার।

এসএ গেমসের টি-টোয়েন্টি ক্রিকেটের পুরুষদের ইভেন্টে দ্বিতীয় ম্যাচেও বড় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ভূটানকে অল্প রানে গুঁড়িয়ে দিয়ে ওপেনিং জুটিতেই জয়ের বন্দরে নোঙর ফেলেছে তারা।

ত্রিভুবন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার সকালে অনুষ্ঠিত ম্যাচটিতে ১০ উইকেটের জয় পায় বাংলাদেশ। প্রথম ম্যাচেও বড় জয় পেয়েছিল তারা। মালদ্বীপকে হারিয়েছিল ১০৯ রানে।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ে করে নির্ধারিত কুড়ি ওভারে ৭ উইকেটে ৬৯ রান করে ভুটান। জবাবে মোহাম্মদ নাঈম ও সৌম্য সরকারের ওপেনিং জুটিতেই ৭৪ রান করে লাল-সবুজ দল।

২৮ বলে পাঁচ চার ও তিন ছক্কায় অপরাজিত ৫০ রান করেন মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচে চার রানের জন্য অর্ধশতক মিস করা সৌম্য। ১৩ বলে এক ছক্কায় অপরাজিত ১৬ রান করেন নাঈম।

এর আগে বাংলাদেশের বোলারদের সামনে খুব একটা সুবিধা করতে পারেনি ভুটান। দুটি উইকেট নেন মানিক খান। একটি করে উইকেট নেন মেহেদি হাসান রানা, তানভির ইসলাম, মিনহাজুল আবেদিন আফ্রিদি ও সৌম্য।