মেহেরপুরের বোমাসদৃশ্য বস্তুটি এখনও ঘিরে রেখেছে পুলিশ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৯ ১২:৪৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০৫ বার।

মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের গেটের পাশ থেকে বৃহস্পতিবার দুপুরে উদ্ধার বোমাসদৃশ্য বস্তুটি এখনও ঘিরে রেখেছে পুলিশ। 

বৃহস্পতিবার দুপুরের দিকে কে বা কারা একটি ব্যাগে করে বস্তুটি ফেলে যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিলেও শুক্রবার বিকেল পর্যন্ত সেটি নিষ্ক্রিয় করা হয়নি।

শুক্রবার বিকেলে বোম্ব ডিস্পোজাল ইউনিট আসার কথা থাকলেও বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত এসে পৌঁছায়নি। কখন পৌঁছাতে পারে সে বিষয়ে এখনও কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। খবর সমকাল অনলাইন 

এর আগে সকালে র‌্যাবের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বোমাসদৃশ্য বস্তুটি পরীক্ষার মত প্রয়োজনীয় সামগ্রী তাদের কাছে না থাকায় তারা ঘটনাস্থল পরিদর্শন করে চলে যান।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরের দিকে জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসের গেটের পাশে ইলেকট্রিক্যাল ডিভাউসযুক্ত বোমাসদৃশ্য বস্ত দেখে কর্মচারীরা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশের একাধীক দল ঘটনাস্থলে ছুটে যায়। পরে বোমাসদৃশ্য বস্তুটি রাখার স্থান পুলিশ ঘিরে ফেলে। বোমার পাশে একটি চিরকুটে হাতে লেখা আনসারুল ইসলাম জঙ্গী দলের দায় স্বীকার পত্র উদ্ধার করেছে পুলিশ। 

পরে মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলী বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের গেটের পাশ থেকে একটি ইলেকট্রিক্যাল ডিভাইস যুক্ত বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। আসলে এটা বোমা কিনা তা বোম্ব ডিস্পোজাল ইউনিট এলে জানতে পারব। ধারণা করছি, এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য কেউ এটি রেখে যেতে পারে। উদ্ধার হওয়া চিরকুটে হাতে লেখা রয়েছে আনসারুল ইসলাম দল। এটা নিয়েও আমরা তদন্ত শুরু করেছি।