বগুড়ার নন্দীগ্রামে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৯ ১১:২৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৬ বার।

বগুড়ার নন্দীগ্রামে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে দু’দিন ব্যপি বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে ওই মেলার উদ্বোধন করেন বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের এমপি মোশারফ হোসেন।

উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মোশারফ হোসেন বলেন, বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। বিজ্ঞানের আর্জনকে টেকসই করতে হলে শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান চর্চার আগ্রহ বাড়াতে হবে।

অনুষ্ঠানেঅন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শ্রবনী আখতার বানু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একরামুল হক, নন্দীগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ওসমান গনি সরকার, থানার অফিসার ইনচার্জ শওকত কবীর, ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল বারী বারেক ও একাডেমিক সুপারভাইজার নাছরিন সুলতানা প্রমূখ।

এ মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহনে ২৩টি স্টল খোলা হয়েছে। এতে মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের স্টলে উদ্ভাবনী নানা প্রযুক্তি ও যন্ত্রপাতির প্রদর্শন করছে।