খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচিতে ধাক্কাধাক্কি

বগুড়ায় বিএনপির ৩ নেতাকর্মী আটক, পরে মুক্ত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৯ ১০:৪০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬৮৩ বার।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির আয়োজনে বগুড়ায় বিক্ষোভ সমাবেশে আসা নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এসময় পুলিশ বিএনপির তিনজন কর্মীকে আটক করে। পরে তাদেরকে মুচলিকা নিয়ে ছেড়ে দেয়। রোববার বেলা সাড়ে ১১টার দিকে শহরের নবাববাড়ি সড়কে এই ঘটনা ঘটে। পরে পুলিশ বেষ্টনীর মধ্যে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করে।

পূর্ব ঘোষিত কর্মসূচিতে যোগ দিতে রোববার বেলা ১১টা থেকে বিএনপির নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে যেতে থাকে। বেলা সাড়ে ১১টার দিকে একটি বিক্ষোভ মিছিল নবাববাড়ি সড়ক হয়ে দলীয় কার্যালয়ের দিকে যাচ্ছিল। মিছিলটি সদর পুলিশ ফাঁড়ির সামনে পৌছলে সেখানে মিছিলে বাধা দিলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয়। পরে পুলিশের সিনিয়রা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। ধাক্কাধাক্কির সময় পুলিশ বিএনপি ৩ কর্মীকে আটক করেন। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে পুলিশ নবাববাড়ি সড়কে ফতেহ আলী মোড় এবং ডায়াবেটিক হাসপাতালের সামনে কাঁটাতারের বেড়া দিয়ে দুই পাশে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নেয়।

পরে পুলিশ বেষ্টনীর মধ্যেই বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ সমাবেশে যোগ দিতে আসা বিএনপির তিন নেতাকর্মীকে আটকের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান।

বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, তিনজনকে আটক করা হয়েছে। পরে তাদের নিকট থেকে মুচলিকা নিয়ে ছেড়ে দেয়া হয়।