বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী ফিনল্যান্ডের সানা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৯ ১১:৪০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২২ বার।

বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ফিনল্যান্ডের সানা মারিন। রোববার সোস্যাল ডেমোক্রেট দল থেকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ৩৪ বছর বয়সী সানা। 

গত মঙ্গলবার এক আস্থা ভোটে হেরে দেশটির প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন অ্যান্তি রিনে। এর পর রোববার দলীয় নেতাদের ভোটাভুটিতে নির্বাচিত হন সানা। নির্বাচনের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘পুনরায় আস্থা অর্জনে আমাদের একত্রে অনেক কাজ করতে হবে।’ 

কম বয়সে প্রধানমন্ত্রী হওয়া প্রসঙ্গে সানা বলেন, ‘আমি কখনও নিজের বয়স বা লিঙ্গ নিয়ে ভাবিনি। বরং সবসময় রাজনীতিতে যে কারণে এসেছি সেই বিষয়গুলোর কথা ভাবি । এ কারণে আমরা ভোটারদের আস্থা অর্জন করেছি।’

রয়টার্স জানিয়েছে, সানার বয়স যখন ২৭ বছর ছিল তখন তিনি নিজ শহর টাম্পেরে কাউন্সিলের নেতৃত্ব দিয়েছেন। এরপর ধীরে ধীরে তিনি উঠে এসেছেন।

সানা ছাড়াও বিশ্বের কমবয়সী প্রধানমন্ত্রীদের মধ্যে আছেন ৩৯ বছর বয়সী নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডেন , ৩৫ বছর বয়সী ইউক্রেনের ওলেসি হংচারুক।  সূত্র: রয়টার্স, সিএনএন