বগুড়ার ধুনটে আমন ধান সংগ্রহের উদ্বোধন

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৯ ১৩:০৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৭ বার।

বগুড়ার ধুনট উপজেলায় সৌভাগ্যবান ১হাজার ৭৭০জন কৃষকের কাছ থেকে সরকারি ভাবে অভ্যন্তরীন আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভা এলাকার ২৬হাজার কৃষকের মধ্য থেকে লটারির মাধ্যমে উক্ত সৌভাগ্যবান কৃষক নির্বাচন করা হয়।

সোমবার সকাল ১১টায় ধুনট খাদ্য গুদাম প্রাঙ্গনে সরাসরি কৃষকের কাছ থেকে আমন ধান সংগ্রহের উদ্বোধন করেন প্রধান অতিথি ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা, ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল হাছিব, উপজেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান আকন্দ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দিপ্তী রানী রায়, ধুনট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অতিঃ দায়িত্ব) সেকেন্দার রবিউল ইসলাম, ধুনট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম, ধুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল মিয়া, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুস ছোবহান, ধুনট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চান।

উল্লেখ্য, চলতি মৌসুমে লটারির মাধ্যমে নির্বাচিত প্রতিজন কৃষকের কাছ থেকে ১ মেট্রিকটন করে মোট ১ হাজার ৭৭০ মেট্রিকটন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। প্রতি কেজি ধানের সরকারি মূল্য ধরা হয়েছে ২৬টাকা। সরাসরি কৃষকের কাছ থেকে আমন ধান সংগ্রহের কার্যক্রম আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।