রোকেয়া দিবসে বগুড়ার ধুনটে শ্রেষ্ঠ ৪ জয়িতাকে সম্মাননা

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৯ ১৩:১০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৫ বার।

বগুড়ার ধুনট উপজেলায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে শ্রেষ্ঠ চার জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় সোমবার তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন। 

তারা হলেন- শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী সাজিয়া আফরিন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী অঞ্জনা খাতুন, সফল জননী শিরিনা খাতুন এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় সেলিনা খাতুন। 

এর আগে দুপুর ১২ টায় ধুনট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে একটি র‌্যালী উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে ধুনট উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।  

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল হাছিব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা আঞ্জুমান আরা সুফিয়া, ধুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল মিয়া ও শিক্ষার্থী আয়েশা তারেক।