র‌্যাবের অভিযানঃ শিবগঞ্জ থেকে ৮৬১ বোতল ফেন্সিডিলসহ ৩ ব্যক্তি গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৯ ১৮:১১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১১ বার।

বগুড়ায় র‌্যাব সদস্যরা শিবগঞ্জ উপজেলার কারিশপুর এলাকা থেকে ৮৬১ বোতল ফেন্সিডিলসহ ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে। সোমবার রাত ৮টার দিকে তাদের গ্রেফতার করা হয়। এরা হলো-বগুড়া সদরের দশটিকা গ্রামের মৃত মাফুজার রহমানের ছেলে সাইদুল ইসলাম (৩৫), শিবগঞ্জ উপজেলার চাওলাপাড়ার ইউনুছ আলীর ছেলে খায়রুল ইসলাম (২৭) ও একই এলাকার খাজা ব্যাপারীর ছেলে রেজাউল ইসলাম (৩২)। 
র‌্যাব বগুড়া ক্যাম্পের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার রওশন আলীর নেতৃত্বে একটি দল সোমবার সন্ধ্যার পর বগুড়া-জয়পুরহাট সড়কের কাশিপুর দক্ষিণপাড়া গ্রামের সামনে অবস্থান নেয়। এরপর ওই দলটি স্থানীয় একটি মুদি দোকানের সামনে পাকা সড়কের উপর অভিযান চালিয়ে ওই ৩ ব্যক্তিকে গ্রেফতার করে। পরে তাদের কাছ থেকে ৮৬১ বোতল ফেন্সিডিল, ফেন্সিডিল বিক্রির ১৪ হাজার ৫০০ টাকা, ৩টি মোবাইল ফোন, ৫টি সিম ও একটি ট্রাক জব্দ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার ওই ৩ ব্যক্তি মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে ফেন্সিডিলসহ নানা ধরনের মাদক দ্রব্য কেনা-বেচা করে আসছে। তাদেরকে মামলা দিয়ে শিবগঞ্জ থানায় হাস্তান্তর করা হবে।