বগুড়ায় আলু চাষে জনতা ব্যাংকের অর্ধ কোটি টাকা কৃষি ঋণ বিতরণ

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯ ১৩:২৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭২ বার।

বগুড়ার শাজাহানপুরে জনতা ব্যাংক রাণীরহাট শাখার উদ্যোগে আলু চাষের জন্য স্থানীয় কৃষকদের মাঝে অর্ধ কোটি টাকার ‘কৃষি ও পল্লী ঋণ’ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার আশেকপুর ইউনিয়ন পরিষদ সভা কক্ষে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের বগুড়া এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক হারুনার রশিদ।

মঙ্গলবার পর্যন্ত ৫৯ জন কৃষকের মাঝে ৪০ লক্ষাধিক টাকা ঋণ প্রদান করা হয়েছে এবং ঋণ প্রদান কার্যক্রম অব্যাহত আছে। রাণীরহাট শাখা থেকে এবছর ঋণ প্রদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৫ লাখ টাকা।

রাণীর হাট শাখার ব্যবস্থাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আশেকপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ আলম, ব্যাংকের বগুড়া এরিয়া অফিসের এজিএম আব্দুর রহমান, আহম্মেদ তৈয়ব হাসান, পল্লী ঋণ কর্মকর্তা জিহাদ হোসেন প্রমুখ। উল্লেখ্য, চলতি রবি মৌসুমে আলু ফসল চাষের লক্ষ্যে জনতা ব্যাংক রাণীরহাট শাখার উদ্যোগে গত ১৫ সেপ্টেম্বর থেকে স্থানীয় কৃষকদের মাঝে কৃষি ঋণ বিতরণ শুরু করা হয়।