ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বগুড়ায় দুই ইটভাটাকে ৮০ হাজার টাকা জরিমানা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯ ১৩:৩৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩২২ বার।

লাইসেন্স না থাকায় বগুড়ার শাজাহানপুরে দুই ইটভাটাকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বেলা পৌণে ২ টার দিকে উপজেলার খলিশাকান্দি গ্রামে স্থাপিত এলজিবি-১ এবং এলজিবি-২ নামের দু’টি ইটভাটায় আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদা পারভীন।

এসময় ইটভাটার লাইসেন্স না থাকায় আদালত ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ৪ ও ১৪ নং ধারা মোতাবেক তিনি প্রতিটি ইটভাটার ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা প্রদান করেন।  

এদিকে লাইসেন্স নবায়ন না থাকা অন্যান্য ইটভাটায় ম্যাজিষ্ট্রেট কর্তৃক অভিযান পরিচালনা না শুধুমাত্র ওই দু’টি ইটভাটায় অভিযান পরিচালনার প্রতিবাদে তাৎক্ষণিক ভাবে উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করলেও পরে তা স্থগিত করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা পারভীন বলেন, 'মোবাইল কোর্ট একটি চলমান প্রক্রিয়া। এক দিনেই সব ইটভাটায় অভিযান পরিচালনা সম্ভব নয়। পর্যায়ক্রমে অভিযান চালানো হবে।'